শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫টি ড্রেজার মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত কয়েকটি টাওয়ার ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে। একইসাথে বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে।
২ ডিসেম্বর সোমবার দিনব্যাপী অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ওই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার ঝিনাইগাতী উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া ও গোমড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ড্রেজার মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত কয়েকটি টাওয়ার ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয় এবং বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়।
একইদিন শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের মাদারপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুইটি ড্রেজার মেশিন ও ১ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়। অবৈধ বালুর বিষয়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + two =