শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক শেরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত
শেরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

শেরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ, এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে নানা আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহবুবুর রহমান।
ওইসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। সরকার তাদের ভাতার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও চাকরিসহ তাদের সকল ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করেছে।
জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা।
জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী হাসানুজ্জামান শরাফতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ব্র্যাকের কো-অর্ডিনেটর ফারহানা মিল্কী, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক একেএম মঞ্জুরুল হক প্রমুখ।
পরে ৩৯ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে ৩৪টি হুইল চেয়ার, দুইটি ট্রাইসাইকেল, একটি কর্ণার ও দুইটি ওয়াকার বিতরণ করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওইসময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মী, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন-স্কুলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =