শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক নকলায় মালবাহী ট্রাকচাপায় শিশু নিহত
নকলায় মালবাহী ট্রাকচাপায় শিশু নিহত

নকলায় মালবাহী ট্রাকচাপায় শিশু নিহত

শেরপুরের নকলায় মালবাহী ট্রাক চাপায় তাকরিম নামে দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার আহত হয়েছে তার নানী সুন্দরী বেগম। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পৌর শহরের ধুকুরিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। তাকরিম ওই এলাকার রেফাজ উদ্দিনের পুত্র।
জানা যায়, মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে নকলা শহরের ধুকুরিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে রাস্তার পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন নানী সুন্দরী বেগম ও তার নাতি তাকরিম। ওইসময় পেছন থেকে মালবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশু তাকরিম মারা যায় এবং সুন্দরী বেগম গুরুতর আহন হন।
পরে স্থানীয়রা সুন্দরী বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 5 =