শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক শেরপুরে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেরপুরে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেহেদী হাসান শামীম : শেরপুরে মিথ্যা মামলা দিয়ে টাকা দাবি ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। ১ ডিসেম্বর দুপুরে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইরনমালা।
তিনি লিখিত বক্তব্য বলেন, আমার ছেলে হৃদয় বাবু মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা দাখিল করলে মো. বারেক মেম্বার আমাকে বলে আমার ছেলে শুভকে তোমার ছেলের সাথে মালয়েশিয়া পাঠিয়ে দাও। তখন আমি মালয়েশিয়া লোক নেওয়ার জন্য আজিম বেপারীর সাথে কথা বলে। মো. বারেক মেম্বার ও মোছা. রুমা বেগম মো. কালাম মিয়াকে সাথে নিয়ে আজিম বেপারীর সাথে কথা বললে আজিম বেপারী তাদেরকে নিয়ে আমার বাড়িতে আসেন। পরে মো. বারেক মেম্বার ও মোছা. রুমা বেগম তার ছেলে মালয়েশিয়া যাওয়ার জন্য যে টাকা দিবে তার পরিবর্তে সমপরিমান একটি চেক প্রদান করতে হবে বলে তারা জানায়। এদিকে আজিম বেপারী আমাকে বলে আমার সাথে চেক নাই, তোমার চেকের পাতায় ৫০ হাজার টাকা উল্লেখ করে মো. বারেককে একটি চেক দিতে বললে আমি মো. কালাম মিয়াকে বলি ৫০ হাজার টাকা লিখে দেন এবং তারা বলেন টাকার অংক লিখতে হবে না। তখন আমি আজিম বেপারী, মো. কালাম মিয়া, মো. বারেক মেম্বার ও মোছা. রুমা বেগম এর কথা সরল মনে বিশ্বাস করে বিগত ২০/০৩/২০২৩ইং তারিখে আমার নামীয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, শেরপুর শাখার সঞ্চয়ী হিসাব নং- ২০৫০১৮৮০২০১৮৬৬৭১৪ এর একটি চেকের পাতায় স্বাক্ষর করে দেই। যাহার চেক নং-MCG 6727742, চেকটি আমি মো. কালাম মিয়ার হাতে প্রদান করি। পরে তারা যোগসাজস করে আর্থিকভাবে লাভবান হওয়ার হীন উদ্দেশ্যে চেকে ১২ লক্ষ টাকা বসিয়ে ব্যাংকে জমা দিয়ে ওই চেকটি ডিসঅনার করায়ে আমার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করে। পরে আমি উক্ত নোটিশপ্রাপ্ত হয়ে চেকের টাকার অংক জালজালিয়াতির বিষয় অবগত হই। পরবর্তীতে আমি বিগত ২৩/১০/২০২৪ইং তারিখ বিকাল অনুমান ৪ টায় কতিপয় স্বাক্ষীগণকে সাথে নিয়ে মোছা. রুমা বেগমের বাড়িতে গিয়ে তার নিকট থাকা চেকটি ফেরৎ চাইলে মো. বারেক মেম্বার ১২ লক্ষ টাকা দাবি করেন। আমি ওই টাকা দিতে অস্বীকার করলে উক্ত চেকটি ফেরৎ দিবে না বলে সাফ অস্বীকার করে আমাদেরকে অপমান ও অপদস্ত করে তাড়িয়ে দেয় এবং হুমকি দেয় সেই চেক দিয়া আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করবে। পরে তারা যোগসাজক্রমে চেকটি আইন আদালতে ব্যবহার করে আমার অপুরনীয় ক্ষতি সাধন করবে বলে এমনটাই অভিযোগ করেন। অপরদিকে তারা অন্যায় ও বেআইনীভাবে চেকটি তাদের কাছে গচ্ছিত রেখেছেন। এছাড়াও তারা আমাকে এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ইরনমালা। আমরা প্রতি মুহূর্তে জীবননাশের হুমকির মধ্য দিয়ে জীবনযাপন করছি।
ভুক্তভোগী ইরন মালা উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত মাধ্যমে ন্যায় বিচারের দাবি করেছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − seventeen =