শেরপুর প্রতিদিন ডট কম

Home 1Win Brasil লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

দীর্ঘ সাড়ে ছয় বছর পর লন্ডন যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে শনিবার (৩০ নভেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি মহাসচিব। শেখ হাসিনার পতনে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবারের মতো লন্ডন যাচ্ছেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুইবার লন্ডন গিয়েছিলেন মির্জা ফখরুল।
১০ দিনের লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন তিনি। মূলত বিএনপির শীর্ষ দুই নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুলকে স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুতি সভা করেছে যুক্তরাজ্য বিএনপি। তার সম্মানে কয়েকটি কর্মসূচিও করার কথা রয়েছে।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ জানান, বিএনপি মহাসচিবকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন তারা। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর বিকেলে রয়েল রিজেন্সিতে ‘বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য ও সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি সূত্রে জানা যায়, লন্ডন সফরে মির্জা ফখরুল দেশের চলমান নানা পরিস্থিতি ছাড়াও নানা বিষয় নিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। এর মধ্যে খালেদা জিয়ার চিকিৎসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়টিও আছে। এছাড়া চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও কীভাবে গতিশীল করা যায় এই বিষয়টিও উঠে আসবে। এসব কারণেই বিএনপির মহাসচিবের যুক্তরাজ্য সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলটির অনেক নেতা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − fifteen =