শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা শত বছরের লজ্জার রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা
শত বছরের লজ্জার রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা

শত বছরের লজ্জার রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। যেখানে ডারবানের কিংসমিডে ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এমন দুর্দাশা দেখেই আন্দাজ করা গিয়েছিল কঠিন পরীক্ষা অপেক্ষা করছে লঙ্কানদেরর সামনেও হলোও তাই। প্রথম ইনিংসে বোর্ডে মাত্র ৪২ রান তুলতেই অলআউট হয় শ্রীলঙ্কা। আর তাতে টেস্টের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লন সফরকারীরা।
এদিন লঙ্কানদের হয়ে প্রোটিয়াদের ১৯২ রানের জবাবে দু’অঙ্কের রান করলেন মাত্র দুই ব্যাটার৷ যেখানে কামিন্দু মেন্ডিস করলেন সর্বোচ্চ ১৩ রান৷ প্রোটিয়া পেসার মার্কো জানসেনের ৭ উইকেট মাজা ভেঙে দিল ৯৬’র বিশ্বজয়ীদের৷ আর তাতে ডারবানে লজ্জার রেকর্ড গড়ল লঙ্কানরা৷
১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানে অলআউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা৷ টেস্টের ইতিহাসে এটিই এতদিন ছিল লঙ্কানদের সর্বনিম্ন স্কোর ৷ এদিন পাথুম নিশাঙ্কা, দীনেশ চান্ডিমলদের ব্যর্থতায় সেই লজ্জার রেকর্ডও ভেঙে গেল। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই কোনো দলের সর্বনিম্ন স্কোর। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে লঙ্কানদের সর্বনিম্ন স্কোর ছিল ৯৫,২০০১ সালে কেপটাউনে।
কিংসমিডে প্রথমে ব্যাট করতে নেমে ১৯১ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস৷ সেখান থেকে প্রোটিয়াদের ম্যাচে ফেরালেন মার্কো জানসেন এবং জেরাল্ড কোয়েটজে৷ জানসেন ৭ উইকেট ৪২ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস৷ তাতে প্রথম ইনিংসে ১৫৭ রানে এগিয়ে প্রোটিয়ারা৷


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 9 =