শেরপুর প্রতিদিন ডট কম

Home 1Win Brasil প্রধান সড়কে কোনো অটোরিকশা চলবে না: ডিএমপি কমিশনার
প্রধান সড়কে কোনো অটোরিকশা চলবে না: ডিএমপি কমিশনার

প্রধান সড়কে কোনো অটোরিকশা চলবে না: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, প্রধান সড়কে এখন থেকে কোনো অটোরিকশা চলবে না।
বুধবার (২৭ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রধান সড়কে অটোরিকশা না চললেও ভেতরের সড়কগুলোতে পূর্বের মতো এসব যান চলবে। এছাড়া নতুন কোনো অটোরিকশা যাতে রাজধানীর রাস্তায় না নামে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
বৈঠকে রিকশা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলেন, যেসব প্রধান সড়কে বাস চলে, সেগুলোতে যেন ব্যাটারিচালিত রিকশা না চলে, সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হলে তাতে আমরা একমত হয়েছি।
তিনি আরও বলেন, নতুন করে আর কোনো রিকশা যেন রাস্তায় না নামে, সে ব্যাপারে বৈঠকে আহ্বান জানানো হয়েছে। ঢাকার বাইরে থেকে এসব বাহন না ঢোকার বিষয়েও একমত হয়েছি।
বৈঠকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসানসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ঢাকার বিভিন্ন থানার ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 6 =