চট্টগ্রামে সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি আশেক মাহমুদ কলেজ, বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯টায় জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।
এরপর রাত সাড়ে ১১টা দিকে সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহমেদ হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ বিক্ষোভ মিছিলে আশপাশের সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেয় ।
পরে রাত ১২টা দিকে জামালপুর বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী বিক্ষোভ করেছে।
এ সময় তারা জানান, দেশ ও অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। চারিদিক থেকে পতিত স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করছে। যেকোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। দেশে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা খুব জরুরি বিষয়। একইসাথে দ্রুততম সময়ের মধ্যে এ হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।