আমেরিকান দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২৭ নভেম্বর) দুপুর দুইটার পর তিনি দূতাবাসে যান। আমেরিকান ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে খালেদা জিয়া আমেরিকান দূতাবাসে গেছেন বলে দলটির একটি সূত্র জানিয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেখানে থেকে যুক্তরাষ্ট্রে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।