শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক উত্তর গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৮৮ ফিলিস্তিনি
উত্তর গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৮৮ ফিলিস্তিনি

উত্তর গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৮৮ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় কমপক্ষে ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলাগুলোর ফলে গাজা উপত্যকায় মৃতের সংখ্যা এখন ৪৩ হাজার ৯৮৫-এ পৌঁছেছে। এর পাশাপাশি, গত বছরের অক্টোবর থেকে চলমান সংঘর্ষে আহত হয়েছেন আরও এক লাখ ৪ হাজার ৯২ জন।
আল জাজিরা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) উত্তর গাজার বেইত লাহিয়া এবং গাজা শহরের শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি বাহিনী দুটি পৃথক হামলা চালায়, যেখানে ৮৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এসব হামলায় বেশিরভাগ নিহত ব্যক্তিই নারী ও শিশু। বেইত লাহিয়া এলাকার কামাল আদওয়ান হাসপাতালে মৃতদেহ নিয়ে আসার পর হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া জানিয়েছেন, এই অঞ্চলে ইসরায়েলের হামলা অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
তিনি আরও বলেন, ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারের কোনো উপায় নেই, কারণ ইসরায়েলি বাহিনী পুরো উত্তর গাজাকে অবরুদ্ধ করে রেখেছে এবং ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের কর্মীদের সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে না।
এদিকে, এর আগে জানানো হয়েছিল যে, বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৬ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
এভাবে ইসরায়েলি বাহিনীর নিঃশেষ করত্মক হামলায় গাজা উপত্যকায় মানবিক সংকট তীব্র হচ্ছে, যেখানে নারী ও শিশুদের জীবন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ছে। সূত্র: আল-জাজিরা


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 2 =