শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, যা এখনও থেমে থেমে চলছে। সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের প্রধান ফটকের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় এলাকায় অবস্থান নিয়েছেন। এসময় একপক্ষ অপরপক্ষকে ধাওয়া করে এবং ইট-পাটকেল ছুড়ে, এতে কয়েকজন আহত হন।
বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সংঘর্ষ শুরু হয়। এতে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার সিটি কলেজে ক্লাস শুরু হয়। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন।
এদিকে, দুপুরের দিকে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পর বাগবিতণ্ডা শুরু হলে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায়, তবে বিকেল ৪টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ বেগ পোহাতে হয়।
এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন— মো. শাহরিয়ার (২২), মোহাম্মদ নূর হোসেন (২৪), মোহাম্মদ তুষার (১৮) ও অনিম (২১)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − eight =