শেরপুরের নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির ২নং ভবন মিলনায়তনে ওই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনার জবাবে নবাগত জেলা ও দায়রা জজ বলেন, পরিবর্তিত অবস্থায় বিচার বিভাগকেও নতুন উদ্যমে কাজ করতে হবে। বিচারপ্রার্থী মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হবে। আর এজন্য বিচারকদের পাশাপাশি আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার বিকল্প নেই। তিনি কলুষমুক্ত বিচারঅঙ্গন প্রতিষ্ঠার পাশাপাশি দীর্ঘদিনের প্রতীক্ষিত সিজেএম ভবন নির্মাণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। সেইসাথে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে দ্রুত বিচারক শূন্যতা দূর করতেও আইনজীবীদের আশ্বস্ত করেন।
জেলা আইনজীবী সমিতির আহবায়ক আলহাজ্ব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা। সমিতির সদস্য সচিব এ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ ও এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল কাদের খান, এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, এ্যাডভোকেট মাহবুবুল আলম রকীব ও এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী।
অনুষ্ঠানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আলী মুয়াদ, যুগ্ম জেলা জজ-১ এসএম মাসুদুজ্জামানসহ জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির অন্যান্য বিচারকগণ এবং আইনজীবী সমিতির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার রাতে নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ শেরপুর সার্কিট হাউজে পৌঁছলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুর সবুর মিনা এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদের নেতৃত্বে বিচার বিভাগের তরফ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওইসময় অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন।
একইভাবে শুভেচ্ছা জানান জেলা বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন।