শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ৪০ টাকা কেজি দরে আলু বেচবে টিসিবি
৪০ টাকা কেজি দরে আলু বেচবে টিসিবি

৪০ টাকা কেজি দরে আলু বেচবে টিসিবি

হঠাৎ করে নিত্যপণ্য আলুর বাজারে আগুন লেগেছে। হু হু করে বাড়ছে পণ্যটির দাম। এই অবস্থায় সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে বাজারের চেয়ে কম দামে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি করবে। প্রতিজন তিন কেজি করে আলু কিনতে পারবেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। উক্ত কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল ও খাদ্য অধিদফতরের মাধ্যমে সরবরাহকৃত চাল বিক্রি করা হচ্ছে।
এই কার্যক্রমের সঙ্গে আগামীকাল বুধবার (২০ নভেম্বর) থেকে ঢাকা মহানগরীতে ভোক্তাদের জন্য জনপ্রতি তিন কেজি করে আলু বিক্রি করা হবে। প্রতি কেজি আলুর দাম পড়বে ৪০ টাকা।
এছাড়া প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতিকেজি মসুর ডাল ৬০ টাকা ও প্রতিকেজি চাল ৩০ টাকায় কেনা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন।
আলু বিক্রয় কার্যক্রম সকাল সাড়ে ৯টায় টিসিবি ভবন কারওয়ান বাজার থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উদ্বোধন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + twelve =