শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের তালিকা পূর্ণাঙ্গ করতে যাচাই কমিটির সভা
শেরপুরে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের তালিকা পূর্ণাঙ্গ করতে যাচাই কমিটির সভা

শেরপুরে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের তালিকা পূর্ণাঙ্গ করতে যাচাই কমিটির সভা

শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের তালিকা পূর্ণাঙ্গ করতে জেলা যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সভায় প্রাথমিক পর্যায়ে জেলায় ২২ জন হতাহতের তথ্য উপস্থাপন করা হয়। পরবর্তী দুইদিনের মধ্যে ওই তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।
সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =