শেরপুরের নকলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালেবিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সেমিনার উদ্বোধন করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান।
এসময় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক কর্মকর্তা মো. মেহেদী হাসান. সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্ভোধনের পর অতিথিরা সরকারি বিভিন্ন দপ্তরের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। বিসিএসআইআর এর প্রতিনিধিবৃন্ধ প্রজেক্টরের মাধ্যমে পর্দায় তাদের কার্যক্রম ও প্রযুক্তি বিষয়ক উপস্থাপনা করেন। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
![নকলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার নকলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার](https://sherpurpratidin.com/wp-content/uploads/2024/11/image-508199-1731919759.jpg)