শ্যামলবাংলা২৪ডটকম’র বার্তা সম্পাদক, মোহনা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি ও দৈনিক কালেরকন্ঠের শ্রীবরদী উপজেলা প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম বকুলের (৫৪) দাফন সম্পন্ন হয়েছে। ১৭ নভেম্বর রবিবার বিকেলে শ্রীবরদী উপজেলার তাঁতীহাটি ইউনিয়নের গেরামারা গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে স্থানীয় গেরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় সাংবাদিক বকুলের জীবন কর্মের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান, স্থানীয় সাংবাদিক এহসানুজ্জামান ফিরোজ, শওকত জামান প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বকুলের লাশ দাফন করা হয়।
উল্লেখ্য, শনিবার দিবাগত মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক রেজাউল করিম বকুলের মৃত্যু ঘটে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে শেরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক নেতৃবৃন্দ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কবি সংঘ, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, শ্যামলবাংলা২৪ডটকম পরিবারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ করা হয়েছে।