শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ নেত্রকোনায় সেনাবাহিনীর অভিযানে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নেত্রকোনায় সেনাবাহিনীর অভিযানে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নেত্রকোনায় সেনাবাহিনীর অভিযানে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় সেনাবাহিনীর অভিযানে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মঈলাকান্দা গ্রামের আছিয়া আক্তার (৪৪) ও চান মিয়া (৫০), যিনি একই উপজেলার ইমান আলীর ছেলে।
নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাসদস্যরা সোমবার রাতে শ্যামগঞ্জের মাদক কারবারি দুলাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় দুলাল মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে তার ঘরে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় দুলালের দুই সহযোগী আছিয়া আক্তার ও চান মিয়াকে আটক করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।
মেজর জিসানুল হায়দার আরও জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া, মাদক কারবারি দুলাল মিয়া ও তার অপর সহযোগী তোতা মিয়াকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + eleven =