শেরপুরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ৭ দিনব্যাপী ট্রাফিক সপ্তাহ- ২০২৪ উদ্বোধন করা হয়েছে। ১০ নভেম্বর রবিবার সকালে শহরের থানা মোড়ে ওই সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
ওইসময় তিনি বলেন, যান চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা ও জনগণের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি এ কার্যক্রমে মাধ্যমে জনগণের মধ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। এজন্য চালক, যাত্রী এবং পথচারীদের সহায়তা কামনা করেন তিনি।
ওইসময় শেরপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ সোহেল রহমান, পুলিশ পরিদর্শক (শওযা) কার্তিক চন্দ্র পাল, পুলিশ পরিদর্শক (শওযা) সৈয়দ মাহবুবুর রহমান, বিআরটিএ’র প্রতিনিধি ও জেলার পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।