শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী মাহবুব হত্যা মামলাসহ ৩ মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলামকে (৪৫) কারাগারে পাঠিয়েছে আদালত।
৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ওইসব মামলায় ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়।
পরে সদর জিআর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ রবিবার রিমান্ড শুনানীর তারিখ ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।
উল্লেখ্য, ৬ নভেম্বর বুধবার বিকেলে সদর উপজেলার ভাতশালা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আওলাদুল গাজীরখামার ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মৃত আজম আলী মন্ডলের ছেলে।