শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা আ.লীগের সঙ্গে আতাতকারি কেউ বিএনপিতে ঢুকতে পারবে না: শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী
আ.লীগের সঙ্গে আতাতকারি কেউ বিএনপিতে ঢুকতে পারবে না: শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী

আ.লীগের সঙ্গে আতাতকারি কেউ বিএনপিতে ঢুকতে পারবে না: শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী

আওয়ামী লীগের সাথে আতাত কারি কেউ বিএনপিতে ঢুকতে পারবে না বলে জানিয়েছেন শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বিরাট গণমিছিল শেষে এক সমাবেশে এ কথা জানান।
দীর্ঘ ১৬ বছর পর মহান এ দিবসটি স্বাধীনভাবে পালন করার সুযোগ পেয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলীর শেরপুর জেলা শহরের মাধবপুরস্থ বাসার সামনে সমবেত হয়। সেখান থেকে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী, যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরীর নেতৃত্বে বিশাল শোভাযাত্রা নিয়ে শেরপুর শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আলহাজ্ব মো. হযরত আলী বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা। ঠিক ২০২৪ সালেও ওই ফ্যাসিবাদি আওয়ামী লীগের এবং শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রজনতা।
তিনি বলেন, দেশ স্বৈরশাসক মুক্ত হয়েছে। কিন্তু তাদের দোষররা এখনও রয়ে গেছে। তারা আবারও নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আওয়ামী লীগের সাথে আতাতকারী কেউ বিএনপিতে ঢুকতে পারবে না। আমি অনুরোধ করবো দলে আর কোনো ভেদাভেদ নাই। সব ভুলে এক হয়ে দলটাকে সুন্দর করি। একসঙ্গে কাজ করি। দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করি। বিএনপিকে অনেকে অনুপ্রেবেশ করতে চাচ্ছে। তাদেরকে চিহ্নিত করতে হবে।
তিনি আরও বলেন, এখনও অনেক কিছু বাকি আছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। মানুষের গণতান্ত্রিক অধিকার তাদের হাতে ফিরিয়ে দেওয়া। দেশে একটি সুন্দর নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে রাজপথে থাকতে হবে। কারণ এখনও বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমরা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে আছি এবং থাকবো।
এসময় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী ও সদস্য সচিব আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ফাহিম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ দলের নেতারা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − six =