শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নকলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নকলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
৫ নভেম্বর মঙ্গলবার নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, সেনাবাহিনীর ক্যাপ্টেন সাকিব, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দেওয়ান গোলাম মাসুম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আনোয়ার মহব্বত, পৌর বিএনপি’র আহবাযক কামরুল আলম খান লিটন, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান মাসুম প্রমুখ।
বক্তারা উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনা করেন। নিজ নিজ দপ্তর ও ইউনিয়নের জনসাধারনকে সেবাদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারা। দপ্তর প্রধানগন তাদের দাপ্তরিক কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে বক্তব্য রাখেন। সবশেষে উপজেলায় সার্বিক বিষয়ে শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
আলোচনা সভার পরে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 18 =