শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক কে হাসবেন শেষ হাসি, ট্রাম্প নাকি কমলা
কে হাসবেন শেষ হাসি, ট্রাম্প নাকি কমলা

কে হাসবেন শেষ হাসি, ট্রাম্প নাকি কমলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ইতোমধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফল এসেছে। এসব রাজ্যে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
শুরুর দিকে ট্রাম্প বড় ব্যবধানে এগিয়ে থাকলেও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এখন সেই ব্যবধান অনেকটা কমিয়েছেন। শেষ পর্যন্ত কার হাতে উঠবে হোয়াইট হাউজের চাবি সেদিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।
বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করা যুক্তরাষ্ট্রের ক্ষমতায় কে যাচ্ছেন, এ নিয়ে বিশ্বের সবাই উন্মুখ থাকে। এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্র প্রথম কোনো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে, নাকি দ্বিতীয়বারের মতো আসছেন ট্রাম্প তা আগ্রহের কমতি নেই বিশ্ববাসীর। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাম্পের থেকে জরিপে এক পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকলেও ইলেকটোরাল কলেজের জটিল নির্বাচনী পদ্ধতি সব হিসাব-নিকাশ উল্টে দিতে পারে।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির গণতান্ত্রিক ব্যবস্থায় এ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীই যে জয়ী হবেন, তার কোনো নিশ্চয়তা নেই। একজন প্রার্থী তুলনামূলক কম ভোট পেয়েও প্রেসিডেন্ট হতে পারেন। এর মূলে আছে দেশটির নির্বাচন ব্যবস্থায় ‘ইলেকটোরাল কলেজ’ নামের ২০০ বছর পুরনো একটি বিশেষ পদ্ধতি। এই ইলেকটোরাল কলেজে যিনি ভালো ফল করেন তার হাতেই যায় হোয়াইট হাউসের চাবি। এ নির্বাচন ব্যবস্থায় ভোটারদের সরাসরি ভোটে না বরং প্রেসিডেন্ট নির্বাচিত হন পরোক্ষ ভোটে।
চার বছর আগে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেন নির্বাচনে জয়ী হয়েছিলেন, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হেরেছিলেন। ওই নির্বাচনে বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হন। হেরে যাওয়া ট্রাম্প পেয়েছিলেন ২৩২টি ইলেকটোরাল ভোট।
বাইডেন আট কোটি ১২ লাখের বেশি পপুলার ভোট পেয়েছিলেন, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোট। এর বিপরীতে ট্রাম্প পেয়েছিলেন সাত কোটি ৪২ লাখের বেশি ভোট।
কিন্তু এর আগেরবার ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্পের চেয়ে ৩০ লাখের বেশি পপুলার ভোট পেলেও ইলেকটোরাল কলেজের ভোটে হেরে পরাজিত হয়েছিলেন।
ভোটগ্রহণ শুরুর পর প্রথমদিকে ডোনাল্ড ট্রাম্প বড় ব্যবধানে এগিয়ে থাকলেও আস্তে আস্তে সেই ব্যবধান কমিয়ে এনেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তাই মার্কিন ইতিহাসের সবচেয়ে হাড্ডাহাড্ডি এ লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন, তা আগে থেকে বলাটা যেন অনেক দুরূহ ব্যাপার।
নিজ রাজ্য ফ্লোরিডার ৩০ ইলেকটোরাল কলেজের ভোটসহ সাউথ ক্যারোলাইনা, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, কেন্টাকি, ওকলাহোমা, মিসৌরি, টেনেসি ও অ্যালাবামা ছাড়াও আরও কিছু রাজ্য মিলিয়ে এখন পর্যন্ত ১৯৫টি ইলেকটোরালা কলেজ ভোট পেয়েছেন পাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
অপরদিকে ভারমন্ট, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসির ইলেকটোরাল কলেজ ভোটসহ এখন পর্যন্ত ৯১টি ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 6 =