শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় সব সিটিতে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ: উপদেষ্টা হাসান আরিফ
সব সিটিতে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ: উপদেষ্টা হাসান আরিফ

সব সিটিতে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ: উপদেষ্টা হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, দেশের সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে।
রোববার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করানো শেষে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে। এছাড়া আইন অনুসারে নির্ধারণ হবে, চট্টগ্রাম সিটির নতুন মেয়রের সময়সীমা।
তিনি আরও বলেন, যে বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, সেই বিপ্লবের প্রত্যাশাকে এগিয়ে নিতে হবে চট্টগ্রামের নতুন মেয়রকে।
তিনি বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে হবে তাকে। চট্টগ্রামকে একটি গ্রিন সিটিতে উন্নীত করতে হবে।
ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ডেঙ্গুর বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 2 =