ক্ষমতায় যেতে রাজনীতিবিদরা উসখুস করছেন বলে মন্তব্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ক্ষমতায় থাকতে নয়, দেশের প্রয়োজনে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার।
শনিবার (০২ অক্টোবর) রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। অবকাঠামো ও জ্বালানি খাতে সংস্কার ও টেকসই উন্নয়ন নিয়ে এ সেমিনারের আয়োজন করে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম। উঠে আসে এ খাতের সমস্যা ও সম্ভাবনার কথা।
সেমিনারে ফাওজুল কবির খান বলেন, দুর্নীতি থেকে মুক্তির জন্য সংস্কার জরুরি। তবে তড়িঘড়ি করে তা সম্ভব নয়।
উপদেষ্টা বলেন, আমাদের হাতে সময় বেশি নেই। রাজনীতিবিদেরা উসখুস করছেন কত দ্রুত ক্ষমতায় যাবেন। আমরাও চাচ্ছি যত তাড়াতাড়ি আমাদের আগের পেশায় ফিরে যেতে। আমি আমার শিক্ষকতার পেশায় ফিরে যেতে চাই। এই অল্প সময়ের মধ্যে কী করা যায়?
সভায় দুর্নীতি, পণ্যের দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ জানান বক্তারা। তারা অভিযোগ করেন, উন্নয়নের নামে লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার। যার প্রভাব পড়ছে সবার ওপর।
এ সময় জ্বালানি খাতের উন্নয়নে কার্যকর পরিকল্পনা নেওয়ার তাগিদ দেন অর্থনীতিবিদরা। জোর দেন স্বচ্ছতা ও জবাবদিহির ওপর। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘নতুন সরকারের সময়কালে আবার যেন অবকাঠামো খাতে আরেকটা এরকম গ্রুপ না গড়ে উঠে, সেদিকে দৃষ্টি রাখতে আহ্বান থাকবে।’
প্রকল্পের দুর্নীতি রোধে পরিকল্পনা কমিশনেও সংস্কারের তাগিদ দেন আলোচকরা।