শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে জাতীয় যুব উন্নয়ন দিবস উপলক্ষে পৌর বাজারের অলি-গলি, রাস্তার পাশের আবর্জনা, মাছ বাজার সহ বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা পরিস্কার করা হয়েছে। ১ নভেম্বর শুক্রবার সকালে পৌর বাসস্ট্যান্ড থেকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পৌর বাজার পরিস্কার অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। শুরুতেই উপস্থিত সকলকে নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।
উপজেলা প্রশাসন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী আন্দোলন, প্রশিক্ষত যুব, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, যত্রতত্র ময়লা-আবর্জানা না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখার জন্য জনসচেতনতা তৈরি করতে আমাদের এ অভিযান। পরিচ্ছন্ন পৌরসভার গড়ার লক্ষে সকলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে।
এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা সমবায় কর্মকর্তা নুরুজ্জামান খান, পৌরসভার প্রকৌশলী ননী গোপাল সরকার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকুনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শহিদ মিনার চত্বরে আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়।