শেরপুরে জেলা শ্রমিক দলের আয়োজনে সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর শুক্রবার বিকেলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এর বাসভবনে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন এর সঞ্চালনায় এবং সভাপতি মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী। এছাড়াও সমাবেশ উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মো. মেহেদী আলী খান।
সমাবেশে অন্যান্য বিশেষ অতিথির মধ্যে কেন্দ্রীয় শ্রমিক দলের সহ মহিলা সম্পাদক হামিদা খাতুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রূপন, শহর বিএনপির সভাপতি মামুনুর রশিদ পশাশসহ জেলা বিএনপি এবং জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। সমাবেশের আগে বিভিন্ন উপজেলা শাখা থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে সমাবেশে এসে উপস্থিত হন।