শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত
শেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

শেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মেহেদী হাসান শামীম : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২ নভেম্বর শনিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও এক বর্ণাঢ্য র‍্যালি হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ।
এসময় অন্যান্য মধ্যে জেলা সমবায় অফিসার সাহাদত হোসেন, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক আবুল হাশেম, শেরপুর সদর সমবায় অফিসার বদরুল আলম সহ সমবায় সমিতির অন্যান্য সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সমবায় দিবস উপলক্ষে বিস্তার আলোচনা করেন। পরে ৩ জন নারী সমবায়কে ১ লাখ করে ৩ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 10 =