শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুল লতিফ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আব্দুল লতিফ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেওখলা এলাকার সাহেব মিয়ার ছেলে। শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার আব্দুল লতিফ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডেঙ্গু ছাড়াও আব্দুল লতিফের রক্তে ইনফেকশন, ফুসফুসের সংক্রামণ (নিউমোনিয়া) রোগে ভুগছিলেন।
ডা. মহিউদ্দিন খান বলেন, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে ৩৮ জন। এরমধ্যে পুরুষ ২৮ জন, নারী আট জন ও শিশু দুজন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন এবং বাড়ি ফিরেছেন ১৭ জন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 7 =