শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
শেরপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শেরপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা ও গাড়িচাপায় কলেজছাত্র মাহবুব হত্যা মামলায় মো. নুরুল ইসলাম তোতা নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। ৩০ অক্টোবর বুধবার দিবাগত রাতে তিনানি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাহিনীটি।
গ্রেপ্তারকৃত মো. নুরুল ইসলাম তোতা ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা দেবোত্তরপাড়া এলাকার বাসিন্দা মৃত গণি মিয়ার ছেলে। তিনি মালিঝকান্দা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।
র‍্যাব জানায়, গত ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুষ্কৃতকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে শিক্ষার্থী মাহবুব আলম গাড়িচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহতের মা মোছা. মাফুজা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি নিয়ে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতীর তিনআনি বাজারে অভিযান পরিচালনা করে মামলার আসামি মো. নুরুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম তোতাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘অপরাধ নির্মূলের লক্ষে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব।’


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =