শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জেল পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী আনার আলী গ্রেফতার
শেরপুরে জেল পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী আনার আলী গ্রেফতার

শেরপুরে জেল পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী আনার আলী গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল : শেরপুর জেলা কারাগার থেকে পলাতক মোবাইল কোর্টের রায়ে ৫মাসের সাজাপ্রাপ্ত কয়েদী আনার আলী(৪২)কে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে সদর উপজেলার বয়রা পরানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কয়েদি আনার আলী মধ্য বয়রা এলাকার আজিত উল্লাহ শেখের ছেলে।
র‍্যাব জানায়, গোপনে সংবাদ পেয়ে জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে জেল পলাতক মোবাইল কোর্টের রায়ে ৫মাসের সাজাপ্রাপ্ত কয়েদী আনার আলীকে সদর থানার বয়রা পরানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জেলা কারাগার সুত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ হাজতী ও কয়েদী পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি শেরপুর জেল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে পলাতক হাজতী ও কয়েদীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 17 =