শেরপুরে ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মো. রমজান আলী (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রমজান জামালপুর সদর উপজেলার দেউলিয়াপাড়া জালিয়ারপাড় মোড় এলাকার মো. আব্বাস আলীর ছেলে। এ ঘটনায় শুক্রবার রাতে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সালেমুজ্জামানের তত্বাবধানে এসআই মো. শফিকুর রহমানের নেতৃত্বে শুক্রবার বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড় এলাকায় একটি প্রাইভেটকার আটক করা হয়।
পরে ওই প্রাইভেটকারে তল্লাশী করে ৬টি বস্তায় ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের আমদানীনিষিদ্ধ মদের বোতল পাওয়া যায়। এসময় প্রাইভেটকার চালক রমজান আলীকে আটক করে ডিবি পুলিশ। একইসাথে মদ ও প্রাইভেটকারটি জব্দ করে নিয়ে যায় ডিবি পুলিশ। উদ্ধারকৃত মদের মূল্য আনুমানিক ৪ লক্ষ ৭২ হাজার টাকা।
এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সালেমুজ্জামান জানান, শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নির্দেশনায় মাদকমুক্ত শেরপুর গড়তে অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৪০ বোতল মদসহ একজনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।