লেবানন থেকে উত্তর ইসরায়েলে একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬১ জন।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
খবরে বলা হয়েছে, হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় ইসরাইলি সেনা ঘাঁটিতে এই হামলা চালায় হিজবুল্লাহ। এতে চার সেনা নিহত ও ৬১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাত সেনার অবস্থা আশঙ্কাজনক।
হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, গত ১০ অক্টোবর দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়লি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। মূলত তেল আবিব ও হাইফার মাঝামাঝি এলাকায় আইডিএফের গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
হামলায় ৬১ জন আহত হয়েছেন জানিয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, আহতদের হেলিকপ্টারসহ জরুরি যানবাহনে করে আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেককে নিকটবর্তী হাদেরার হিল্লেল ইয়াফে মেডিকেল সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদের তেল হাশোমার, হাইফা, আফুলা এবং নেতানিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।