শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে কারাগার থেকে পলাতক দুই আসামি গ্রেপ্তার
শেরপুরে কারাগার থেকে পলাতক দুই আসামি গ্রেপ্তার

শেরপুরে কারাগার থেকে পলাতক দুই আসামি গ্রেপ্তার

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক দুই আসামি জুয়েল ও সোহাগকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।  প্রেপ্তার জুয়েল শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গ্রামের রুস্তম আলীর ছেলে ও হাজতী সোহাগ একই গ্রামের লাল চানের ছেলে।

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধনপূর্বক বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে। এসময় দুই আসামিও পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারের অভিযানে নেমেছে র‍্যাব-১৪। এরই অংশ হিসেবে র‌্যাব-১৪ মঙ্গলবার ভোরে শেরপুর সদরের চৈতনখিলা এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে ও পার্শ্ববর্তী গনই মমিনাকান্দায় পৃথক আরেক অভিযানে ডাকাতি মামলার আসামি সোহাগকে গ্রেপ্তার করে র‍্যাব।

এ ব্যাপারে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার আসামিদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 11 =