মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সন্মুখে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“১০গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ দফা, ১ দাবি আদায়ের লক্ষ্যে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ হাসান, সেক্রেটারি হারুনর রশিদ, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম মইন উদ্দিন, সহকারি শিক্ষক রমজান আলী প্রমুখ। উক্ত মানববন্ধনে দুই শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহন করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল এর নিকট স্মারক লিপি প্রদান করেন।
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।
০১৭৫১-৩৭৪৯০৯