মেহেদী হাসান শামীম : হঠাৎ আকষ্মিক কুয়াশার চাঁদরে ঢেকে গেছে শেরপুর শহর-গ্রাম অঞ্চল। প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হলেও আশ্বিন মাসের ১৫ তারিখ সোমবার ভোরে হঠাৎ আকষ্মিকভাবে শেরপুরে কুয়াশার দেখা মেলেছে। সোমবার ভোর ৫ টা থেকে ৭টা পর্যন্ত কুয়াশায় ডাকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দিনের তাপমাত্রা বৃদ্ধি হলে কুয়াশা কেটে গিয়ে সূর্যের দেখা মেলে।
শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা এলাকার কয়েকজন মুসল্লী সাথে কথা বলে জানা যায়, দিনের বেলা ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে। কিন্তু শেষ রাতের দিকে স্বস্তি ফিরিয়ে আনে। এছাড়া ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত কুয়াশায় দেখে মেলে। এই সময়টুকু সুন্দর মনোরম পরিবেশে কাটানো যায়।
এদিকে প্রচন্ড গরমে জেলা সদরে সবচেয়ে কষ্টে আছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে কৃষক দিনমজুর, কুলি, রিক্সাচালক সহ দিন এনে খেটে খাওয়া মানুষের কষ্ট অবর্ণনীয়। তীব্র গরমের কারণে মানুষের মধ্যে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের রোগবালাই।
শেরপুর জেলাতে কোনো আবহাওয়া অফিস না থাকায় দিনের তাপমাত্রাসহ আবহাওয়ার গতি পরিমাপ সম্পর্কে জানা সম্ভব হচ্ছে না।