শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জেল পলাতক হত্যা মামলার হাজতী মনজিল গ্রেফতার
শেরপুরে জেল পলাতক হত্যা মামলার হাজতী মনজিল গ্রেফতার

শেরপুরে জেল পলাতক হত্যা মামলার হাজতী মনজিল গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল : শেরপুর কারাগার থেকে জেল পলাতক হত্যা মামলার বিচারাধীন হাজতী মনজিল হোসেন (২২)কে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বেতমারী হাওড়াপার ব্রীজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনজিল হোসেন সদর উপজেলার ঘুঘরাকান্দি এলাকার ইয়ার মাহমুদের ছেলে।
র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুস্কৃতিকারী আক্রমন করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সহ বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার প্রায় ৫১৮ জন হাজতী ও কয়েদীদেরকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৪, শেরপুর জেল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে উক্ত হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে। এরি ধারাবাহিকতায় হাজতী নং-৩১৮/২৪, মনজিল হোসেনকে আইনের আওতায় আনার জন্য র‌্যাব-১৪, তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শনিবার বিকেলে অভিযান চালিয়ে সদর উপজেলার বেতমারী হাওড়াপার ব্রীজ এলাকা থেকে হত্যা মামলার পলাতক বিচারাধীন হাজতী মনজিল হোসেনকে গ্রেফতার করা হয়।
র‌্যাব কর্তৃক গ্রেফতারকৃত হাজতী মনজিল হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 5 =