শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মেহেদী হাসান শামীম : ভারতে মহা নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নালিতাবাড়ী হিলফুল ফুজুল সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মুখে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে জুমার নামাজ আদায় শেষে মাওলানা মাহদী হাসান সিদ্দিকী ও হিলফুল ফুজুল সংগঠনের পৃথক দুটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি শহরে প্রবেশ করে। পরে মানববন্ধন দুটি একত্রে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটের সামনে এসে শেষ হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি মুফতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক হাফেজ সাব্বির রহমান উসমানী, মধ্য বাজার জামে মসজিদের ইমাম মুফতি উসমান গণি,শাহী জামে মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ আলী নাজিরপুরী, মধ্য বাজার রাহমানিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ ইসমাইল হোসেন, নূর মসজিদের ইমাম মাওলানা আরিফুর রহমান, মানব কল্যাণ সংস্থা ইনসাফ চেয়ারম্যান হাবীবুল্লাহ পাহাড়িসহ কয়েক শতাধিক তওহীদী জনতা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা মহা নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না এবং ভারতের মাইনরিটি মুসলিমদের স্বাধীনতা চাই। তারা আরও বলেন, ভারতীয় পুরোহিতকে দ্রুত সময়ে আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান। তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তাকে প্রকাশ্যে ক্ষমা চাই হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =