মেহেদী হাসান শামীম : শেরপুরে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীদারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও ইএসডিও এভিসিবি প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (তৃতীয় পর্যায়ে) প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এর সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ( ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকারের সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউএসডিও) কার্যকর্মের ধারাবাহিকতায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে স্থানীয় অংশীজনের সাথে সমন্বয় করে
জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।
এসময় অন্যান্য মধ্যে শেরপুর জেলার সরকারি সকল দপ্তরের উপ-পরিচালক, পুলিশ সুপারের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জেলা লিগ্যালএইড কর্মকর্তা, যুব ফোরামের সদস্য, ধর্মীয় প্রতিনিধি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সহ অনেকেই উপস্থিত ছিলেন।
Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে গ্রাম আদালত কার্যক্রমে স্থানীয় অংশীদারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত