মেহেদী হাসান শামীম : শেরপুরে গ্রামীণ সড়ক নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে মেসার্স রিফাত এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সড়ক নির্মানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ৩টি কালভার্টে ফাটল ধরেছে। এছাড়াও সড়কে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং!
জানা যায়, শেরপুর সদর উপজেলার পাকুরিয়া তিলকান্দি সড়কে ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ৭৭০ মিটার গ্রামীণ সড়ক নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আর এ নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় হাত দিলেই উঠে যায় সদ্যনির্মিত সড়কের কার্পেটিং। এছাড়া ওই সড়কের ৩টি বক্স কালভার্টেই দেখা দিয়েছে ফাঁটল। এমনকি সড়কের নদী শাসনের পেলাসাইডিংসহ সাইট প্রটেকশন ওয়াল উটবে যাওয়ার অভিযোগ করছেন এলাকাবাসী।
শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পাকুরিয়া-তিলকান্দি সড়কে ৭৭০ মিটার দীর্ঘ ও ১০ফুট প্রস্থ এক কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কের কাজটি পায় মেসার্স রিফাত এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরু থেকেই এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্মাণ কাজে নানা অভিযোগ উঠেছে।
স্থানীয় মনির মিয়া অভিযোগ করে বলেন, নদী শাসনে খরচ বেশি হবে জেনে সড়কটি ক্লিনিকের বারান্দা পর্যন্ত প্রশস্ত করে কাজ করেছে। যার ফলে ঝুঁকিতে পড়েছে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া জানান, তিনটি কালভার্ট নির্মাণের পরপরই নিচে বিশাল ফাঁটল দেখা দিলে তড়িঘড়ি করে ভাঙ্গা কালভার্টের উপর রাস্তা নির্মাণ করে ঠিকাদার। এই রাস্তায় ভারি যানবাহন চলাচল শুরু হলেই ঘটবে দুর্ঘটনা। তাছাড়া সদ্য নির্মিত সড়কে হাত দিলেই উঠে যায় কার্পেটিং।
অভিযোগের বিষয়ে রিফাত এন্টারপ্রাইজের ঠিকাদার প্রতিনিধি উজ্জ্বল মিয়া বলেন, কিছু অসাধু ব্যক্তি আমাদের কাছে চাঁদা দাবি করে, চাঁদা না দেওয়াতে এসব অভিযোগ তুলেছেন।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ বলেন, নির্মাণসামগ্রী যাচাই-বাছাই করেই কাজ শুরু করা হয়েছে। কাজের মান সন্তোষজনক। তবে তিনি কিছু ক্রটির কথা স্বীকার করে বলেন, ক্রুটিযুক্ত কাজগুলো আদায় করেই ঠিকাদারকে বিল প্রদান করা হবে।