শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদী আহম্মদ আলী গ্রেফতার
শেরপুরে ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদী আহম্মদ আলী গ্রেফতার

শেরপুরে ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদী আহম্মদ আলী গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল : শেরপুর জেলা কারাগার থেকে ধর্ষণ মামলায় ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদী আহম্মদ আলী(৬৪)কে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে তাকে নালিতাবাড়ী উপজেলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহম্মদ আলী উপজেলার বাঁশকান্দা এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে।
র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগষ্ট শেরপুর কারাগারে কয়েক হাজার দুস্কৃতিকারী আক্রমন করে কারাগারের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন সহ বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার প্রায় ৫ শতাধিক হাজতী ও কয়েদী পালিয়ে যেতে সহায়তা করে। এসব পলাতক আসামীদের গ্রেফতারে অভিযানে নামে র‌্যাব। এরি ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালিয়ে জেলা পলাতক ধর্ষণ মামলার ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদী আহম্মদ আলীকে নালিতাবাড়ীর চৌরাস্তা থেকে গ্রেফতার করে। যাহার কয়েদী নং-৭২৯৩/এ। জেল পলাতক অন্যান্য হাজতী ও কয়েদীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলেও জানা গেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − sixteen =