শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার বেশি অনুদান ঘোষণা যুক্তরাষ্ট্রের
রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার বেশি অনুদান ঘোষণা যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার বেশি অনুদান ঘোষণা যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার (২৩৭৮ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা) অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়ংর্কে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি ইভেন্টে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
দেশটির স্টেট ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সহায়তার মধ্যে ৭০ মিলিয়ন ডলার দেবে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। বাকি ১২৯ মিলিয়ন ডলার দেবে ইউএসএআইডি। আর ইউএসএআইডির ১২৯ মিলিয়নের মধ্যে ৭৮ মিলিয়ন ডলার দেবে মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগ। এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা, পরিবহন এবং বিতরণে সাহায্য করবে।
যুক্তরাষ্ট্র আশা করছে, এই সহায়তা মিয়নমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচাতে সাহায্য করবে। এছাড়া দুর্যোগের প্রস্তুতির ক্ষেত্রেও রোহিঙ্গাদের সাহায্য করবে এই সহায়তা তহবিল। একইসঙ্গে রোহিঙ্গাদের শিক্ষা ও দক্ষতা বাড়ানোরও সুযোগ করে দেবে। যুক্তরাষ্ট্র মনে করে, এই সহায়তা তহবিল রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত দেশে ফেরার জন্যও অনুপ্রেরণা জোগাবে।
২০১৭ সাল থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য ২.৫ বিলিয়ন ডলার আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২.১ বিলিয়নই এসেছে বাংলাদেশে। এই অনুদানের ১.৩ বিলিয়ন সরাসরি পাঠানো হয়েছে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ থেকে। বাংলাদেশে সংকট-পীড়িত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে দেশটির দূতাবাস।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 14 =