ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির অন্তবর্তীকালীন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সমিতির ২নং বার ভবন মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় ওই কমিটি গঠন করা হয়। এতে সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম আহবায়ক ও এ্যাডভোকেট এএইচএম নূরে আলম হীরা সদস্য সচিব মনোনীত হয়েছেন।
১৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন এ্যাডভোকেট মো. আশরাফুল আলম লিচু, এ্যাডভোকেট মো. ছামিউল ইসলাম আতাহার, এ্যাডভোকেট মো. আল-আমিন, এ্যাডভোকেট মোহাম্মদ হারুন-অর রশিদ বাচ্চু, এ্যাডভোকেট মোহাম্মদ ফরহাদ আলী, এ্যাডভোকেট মোক্তারুজ্জামান মোক্তার, এ্যাডভোকেট মো. রেজুয়ান উল্লাহ, এ্যাডভোকেট আসিফ জামান, এ্যাডভোকেট মোহাম্মদ আক্তারুজ্জামান-২, এ্যাডভোকেট আব্দুর রব, এ্যাডভোকেট আল আমিন খোকন ও এ্যাডভোকেট লুৎফর রহমান শাওন।
এর আগে সমিতির অস্থায়ী ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মো. আশরাফুল আলম লিচুর সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও আলহাজ্ব এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, এ্যাডভোকেট জাহিদুল হক আধার, এ্যাডভোকেট আব্দুল মান্নান প্রমুখ। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোক্তারুজ্জামান মোক্তার।
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গত ২৯ আগস্ট জেলা আইনজীবী সমিতির এক বিশেষ সাধারণ সভায় ভোটবিহীন সমঝোতার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওইদিনই ৭ দিনের জন্য এ্যাডভোকেট মো. আশরাফুল আলম লিচুকে ভারপ্রাপ্ত সভাপতি ও মো. মুক্তারুজ্জামান মোক্তারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়।
Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর জেলা আইনজীবী সমিতির অন্তবর্তীকালীন আহবায়ক সিরাজ, সদস্য সচিব হীরা