শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের এ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসান।
সভায় বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ, সিভিল সার্জন জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমানসহ অন্যান্যরা।
এছাড়াও সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যদের সাথে বিস্তর আলোচনা করা হয়।
এর আগে নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামকে জেলা প্রশাসনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসান। এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।