শেরপুরে জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত সাইফুল ইসলাম কালামের স্ত্রী ও শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ পলাশের মাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা হালিমা খাতুন (৮৪) আর নেই।
তিনি ২৮ আগস্ট রাত ১২ টায় রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র সন্তান ও দুই কন্যা সন্তানসহ নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে প্রথম এবং বিকেলে গ্রামের বাড়ি ভাতশালা ইউনিয়নের বয়রা পরাণপুর গ্রামে মরহুমার দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হযরত আলীসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।