শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানার সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) উপজেলা হলরুম মেঘমালায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেন। শিক্ষার্থীরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ও দুর্নীতির অভিযোগ ইউএনওকে জানান। এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অভিযান পরিচালনা করার বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন ইউএনও।
