শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান
ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান

ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। কাউন্টার টেরোরিজমের কয়েকটি কক্ষে গুম সেল রয়েছে এমন অভিযোগ ওঠার পর এই অভিযান চালানো হয়। বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনাবাহিনী সদস্যরা সেখানে প্রবেশ করেন। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সেখানে ছিলেন। সেই কক্ষগুলো থেকে এখন পর্যন্ত কাউকে পাওয়া গেছে কি না তা জানা যায়নি।
এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসের সামনে ভিড় জমান সাধারণ মানুষ। মূলত তারা ডিবি অফিসের গুম সেলের বিষয়ে খোঁজ নিতে আসেন। এসময় তারা ডিবি কার্যালয়ের সামনে নামাজও আদায় করেন।
তারা গণমাধ্যমে অভিযোগ করেন, ডিবি অফিসে গুম সেল আছে। সেখানে অনেক মানুষকে আটকে রাখা হয়েছে। পরে তারা সেনাবাহিনীর সহযোগিতা চান।
অভিযানের সময় ডিবি অফিসে কোনো প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না। ফলে তাদের সাথে সাধারণ মানুষ ছিলেন। এসময় সেনাবাহিনীর সদস্যদের তদারকি মাধ্যমে ডিবি অফিসের ভেতরে কেউ আটক থাকলে তাদের মুক্তির আহ্বান জানান সাধারণ জনতা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 9 =