শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত
অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কয়েক দফা স্থগিত করা হয়েছিল চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা। আগামী ১১ আগস্ট থেকে পরীক্ষার নতুন সূচি দেওয়া হলেও ফের অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের একথা জানিয়েছেন।
তিনি জানান, আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।
চলমান পরিস্থিতিতে তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো। প্রথমে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। কিন্তু প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + thirteen =