ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আজ (বুধবার) রাতের মধ্যেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে।
তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
টানা পাঁচদিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়।
অবশেষে পুরোদমে দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর ঘোষণা এলো। যদিও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকছে। অ্যাপ ভিত্তিক এসব পরিষেবা কবে চালু হবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
বিটিআরসি জানিয়েছে, সরকারি হাসপাতাল, কমার্শিয়াল এলাকা, গণমাধ্যমের অফিস, রেলওয়ে, তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোতে প্রথমে ইন্টারনেট সেবা সচল করা হয়েছে। পর্যায়ক্রমে নিরবচ্ছিন্নভাবে সব ধরনের ইন্টারনেট সেবা দিতে কাজ করছে সরকার।
এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে এখনো ইন্টারনেট সেবা মিলছে না। কোথাও কোথাও চালু হলেও তাতে ধীরগতি। আবার কোথাও ইন্টারনেট সংযোগ কিছুক্ষণের জন্য এলেও পরক্ষণে মিলছে না। এমন পরিস্থিতিতে কখন বাসা-বাড়িতে ওয়াইফাই ইন্টারনেট চালু হবে তা জানতে উদগ্রীব গ্রাহকরা। তারা নিজ নিজ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানকে দফায় দফায় কল করছেন।