শেরপুরের শ্রীবরদীতে কোটা বিরোধী ও পক্ষে পাল্টা-পাল্টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে আন্দোলনকারীরা শ্রীবরদী সরকারি কলেজ মাঠ থেকে মিছিল বের করে চাররাস্তা মোড়ে আসে। অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিল বের হয়ে চাররাস্তা আসে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিলে আন্দোলনকারীরা পিছু হটে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের একজনকে আটক করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
