শেরপুরে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কর্মসূচি শাট ডাউন বাস্তবায়নে সকাল ১০টায় মাঠে নামার কথা থাকলেও দুপুর ২টায় মাঠে নামবে বলে জানানো হয়েছে। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই মাঠে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
সকাল দশটায় জেলা পুলিশ এবং র্যাবের যৌথ মহড়ায় পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম বলেন, ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে আমাদের কোন আপত্তি নেই। তবে তাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অন্য কোন রাজনৈতিক দল যাতে সুবিধা না নিতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি। তিনি আরো বলেন, গতকালের ঘটনায় একটি মামলা হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে।